বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ১২:৪১:৫৫

ইলেক্ট্রিক ট্রেন চালুর আহ্বান প্রধানমন্ত্রীর

 ইলেক্ট্রিক ট্রেন চালুর আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আধুনিক করতে আগামীতে ইলেক্ট্রিক ট্রেন চালুর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি রাজশাহী, চট্টগ্রাম ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াত সুবিধার জন্য ডেমু ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়কে।
 
বৃহস্পতিবার বেলা ১১ টায় গণভবনে ভিডিও কনফারেন্সের কয়েকটি সড়ক ও সেতু এবং তিনটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
 
জানা যায়, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি উপজেলার ৫টি প্রকল্প উদ্বোধন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আশুগঞ্জে ৩টি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নাসিরনগর উপজেলার বলভদ্র সেতু ও ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি হলেরও উদ্বোধন করেন তিনি।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শক্তিশালী আঞ্চলিক যোগাযোগ না থাকলে অর্থনীতিতে গতি আসবে না। দেশ এগিয়ে যাবে না। তাই আমাদের এ ক্ষেত্রে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’

তবে এসব ক্ষেত্রে অর্থ একটি বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি।
 
শেখ হাসিনা বলেন, ‘বড় প্রকল্প বাস্তবায়নে যে অর্থ ব্যয় হবে তা হয় তো আজকে বেশি মনে হতে পারে। কিন্তু ২০ বছর পরে এই অর্থ বেশি মনে হবে না। ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের এসব প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’

দেশের বড় বড় যোগাযোগ সংযোগে রেল ও সড়ক পথের ব্যবস্থা রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘ইলেক্ট্রিক টেন চালু হলে সময় বাঁচবে। পরিবেশের জন্যও তা ভালো। বিদ্যুতও পাওয়া যাবে। আমরা আজই তো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উদ্বোধন করলাম।’

একই সঙ্গে প্রধানমন্ত্রী জলপথে যাতায়াতের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের জলপথের দিকেও নজর দিতে হবে। নতুন জলপথ চালু করতে হবে। জলপথে পরিবহন খরচ কম। বিশেষ করে কন্টেইনার পরিবহনে এখানে খরচ কমবে।’   

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আগে চারটি ফেরি পার হয়ে আমাদের কুমিল্লা যেতে হতো। এখন আমরা সেখানে চারটি ব্রিজ করে দিয়েছি। এখন সহজেই কুমিল্লা যাওয়া যায়। সেখানে অবস্থার পরিবর্তন হয়েছে। আমাদেরকে এই পরিবর্তন আনতে হবে।’
 
প্রধানমন্ত্রী বলেন, ‘ বড় প্রকল্প বাস্তবায়নে অর্থের প্রয়োজন। কিন্তু দাতারা অনেক সময় অর্থ দিতে চায় না।’
 
বিশ্বব্যাংককে ঈঙ্গিত করে তিনি বলেন, ‘তারা একসময় বলতো বঙ্গবন্ধু সেতু রেল চলাচল ‘ভায়াবল’ হবে না। এখন দেখছি ট্রেন থেকেই বেশি আয় হচ্ছে। আমি তো এখন সেখানে একটি রেলসেতু করে দিতে চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যা আগে চিন্তা করি, তারা তা করে পরে।’

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম এসময় উপস্থিত ছিলেন।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে