মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৩:২৬:২৫

সেই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পুলিশের হত্যা চেষ্টা মামলা

সেই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পুলিশের হত্যা চেষ্টা মামলা

নিউজ ডেস্ক : গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই বহিষ্কৃত নেতার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। সোমবার রাতে শাহবাগ থানায় হত্যা চেষ্টায় মামলাটি করা হয়। শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর আবদুল মান্নান বাদী হয়েছে দুই ছাত্রী লীগের বহিষ্কৃত দুই নেতা সাব্বির হোসেন এবং আশিকুর রহমানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলাটি করেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার হকাররা বাদী হয়ে পল্টন থানায় লুটপাট, মারপিট, দাঙ্গা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগে একটি মামলা করেছেন। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

ডিবিরি যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ‘হকার উচ্ছেদের ঘটনায় দুই অস্ত্রধারী বাধা সৃষ্টি করেছিল। সোমবার রাতে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আমরা অস্ত্রধারী দুজনের নাম পরিচয় পেয়েছি। তারা হলো, সাব্বির ও আশিকুর।’

তিনি আরও বলেন, ‘ডিবি পূর্ব জোনের একটি টিম তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তাদের পলিটিক্যাল পরিচয় কোনও বিষয় না। তারা যেই হোক ফৌজদারি অপরাধ করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অস্ত্রগুলোর লাইসেন্স আছে কিনা সেটি আসলে আসামিদের অস্ত্র উদ্ধার করার পর বা গ্রেফতারের পর জানা যাবে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গুলিস্তানের ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদ করে ডিএসসিসি। এই উচ্ছেদ কাজে লাঠিসোটা বহনকারী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীরা সিটি করপোরেশনকে সহায়তা করে। এ সময় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানের হাতে পিস্তল দেখা যায়। -বাংলা ট্রিবিউন।
০১ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে