ঢাকা : রাজধানীর মগবাজারে ছাত্রদলের এক নেতাকে গুলি করেছে পুলিশ। গুলিবিদ্ধ ওই নেতার রবিউল ইসলাম নয়ন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলা ১টার দিকে মগবাজারের বৈকালি হোটেলের সামনে।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর থানা ছাত্রদলের ওই নেতা পুলিশের গাড়িতে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে পুলিশের গাড়িতে হামলার মামলা রয়েছে।
৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম