মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৫:০১:০১

ছাত্রদেরও কর দেওয়ার আহ্বান জানালেন অর্থমন্ত্রী!

ছাত্রদেরও কর দেওয়ার আহ্বান জানালেন অর্থমন্ত্রী!

নিউজ ডেস্ক : ‘কর দেওয়ার জন্য কোনও বয়স লাগে না। যে কোনও বয়সে কর দেওয়া যায়। ছাত্রদের মধ্যে যাদের কর দেওয়ার সক্ষমতা আছে তারা যেন কর দেয়।’ রাজধানীর এক অনুষ্ঠানে ছাত্রদেরও কর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার মিরপুর আগারগাঁওয়ে এনবিআর এর নিজস্ব ভবনে আয়োজিত আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা আশা করছি আগামী ২০১৮ ও ১৯ অর্থবছরে ৫ লাখ কোটির টাকার জাতীয় বাজেট উপস্থাপন করতে পারবো। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন করদাতা তৈরির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা গত চার মাসে সফল হয়েছে।’

অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন সভ্য হয়েছে। সভ্য হওয়ার কারণে করদাতার সংখ্যা বাড়ছে। সামনের আট মাসে আরও দশ লাখ নতুন করদাতা যোগ হবে। তার মধ্যে এই অর্থবছর শেষে আয়কর দেবেন ২৫ লাখ মানুষ।’ তিনি আরও বলেন, ‘পাশের দেশের মানুষের তুলনায় আমাদের দেশের মানুষরা যে আয়কর দেন সেটা লজ্জার । এ লজ্জা আগামী দুই বছরের মধ্যে কেটে যাবে।’

এসময় কর দেওয়াকে এখন বাহাদুরির বিষয় বলেও উল্লেখ করে তিনি বলেন,  ‘বাংলাদেশের মানুষ এখন সভ্য হয়েছে। সভ্য হওয়ার কারণে করদাতার সংখ্যা বাড়ছে। সামনের আট মাসে আরও দশ লাখ নতুন করদাতা যোগ হবে। তার মধ্যে এই অর্থবছর শেষে আয়কর দেবেন ২৫ লাখ মানুষ।’

তিনি প্রতিবেশি দেশের তুলনা টেনে আরও বলেন, ‘পাশের দেশের মানুষের তুলনায় আমাদের দেশের মানুষরা যে আয়কর দেন সেটা লজ্জার । এ লজ্জা আগামী দুই বছরের মধ্যে কেটে যাবে।’

এনবিআর এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান ও এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।
 
০১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে