মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৬:৫৪:২৯

তাহলে আমরা ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারব : এরশাদ

তাহলে আমরা ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারব : এরশাদ

নিউজ ডেস্ক : জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান  এইচ এম এরশাদ। মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব সংহতি আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে এরশাদ এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘সামনে জেলা পরিষদ নির্বাচনের কথা হচ্ছে। কেউ কেউ যেতে চাইলেও অনেকেই নির্বাচনে যেতে চায় না। কেন নির্বাচনে যাব? গিয়ে কী হবে? এখনো নির্বাচনে বোমাবাজি হচ্ছে। কেন্দ্র দখল, রক্তারক্তির ঘটনা ঘটছে।’

প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘খবরের কাগজে লেখা দেখছি, আগাম সংসদ নির্বাচন হতে পারে। নির্বাচনের জন্য আমরা যেকোনো সময় প্রস্তুত রয়েছি।’

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দলকে শক্তিশালী করো, শক্তি অর্জন করো। কারণ, দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। তোমাদের নির্দেশ দিচ্ছি, জনগণের কাছে যাও, তাদের ভালোবাসা অর্জন করো। তাহলে আমরা ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারব।’

সমাবেশে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, সেলিম উদ্দিন, আরিফ খান, গোলাম মোহাম্মদ রাজু, যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদার, সদস্যসচিব ফখরুল আহসান প্রমুখ।

০১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে