নিউজ ডেস্ক: প্যাকেজ ভ্যাট পুনঃবহাল ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ বেশ কিছু দাবিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর সকল মার্কেট ও দোকান বন্ধ থাকছে।
ব্যবসায়ী ঐক্য ফোরামের পূর্বঘোষিত কর্মসূচির আওতায় বুধবার সকাল থেকেই পুরান ঢাকা, নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোডসহ পুরো রাজধানীতে মার্কেট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।
এ বিষয়ে ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব বলেন, ‘প্যাকেজ ভ্যাট পূর্বের ন্যায় বহাল, ইন্ডাস্ট্রিয়াল ভ্যাট, ৩৬ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ৩ শতাংশ টার্ন ওভার কর এবং ভ্যাট কর্মকর্তাদের হয়রানি বন্ধে আজ পুরান ঢাকা, নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোডসহ পুরো রাজধানীতে পূর্ণদিবস সকল মার্কেট ও দোকান বন্ধ রাখা হবে।’
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি ব্যবসায়ীরা সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।
এরপরও যদি দাবি মানা না হয় তবে বৃহৎ কর্মসূচিতে যাব সংগঠনটি।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ অক্টোবর এ দাবিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের সামনে ব্যবসায়ী ঐক্য ফোরামের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। যেখানে মানববন্ধনে ও প্রতিবাদ সভা শেষে ব্যবসায়ীরা ২ নভেম্বর রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে পূর্ণদিবস ধর্মঘট পালনের বিষয়টি আবার ঘোষণা করেছিলেন। এরপরও সুরাহা না হলে পর্যায়ক্রমে এফবিসিসআই, এনবিআর ঘেরাও এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান সংগঠনের নেতারা।
গত ২৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন ব্যবসায়ী ঐক্য ফোরামের নেতারা।
২ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর