বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ১২:২৭:১১

পাওয়া গেছে ১৪ কেজি ১০০ গ্রাম সোনা!

পাওয়া গেছে ১৪ কেজি ১০০ গ্রাম সোনা!

ঢাকা: গতকাল রাত ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের কার্গোতে গার্মেন্টস পণ্য চালানের ভেতরে থেকে লুকানো ডিটারজেন্ট পাউডারের প্যাকেটে ১৪ কেজি ১০০ গ্রাম সোনা পাওয়া গেছে।

গতকাল রাতেই শুল্ক কর্তৃপক্ষ এই সোনা উদ্ধার করে।  এই বিষয়ে বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষ গনমাধ্যমকে জানান, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইট গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে অবতরণ করে।

এরপরে সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটটির কার্গোতে গার্মেন্টস পণ্য হিসেবে আনা একটি পণ্যের চালান আটক করে শুল্ক কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর বলেন, উদ্ধার হওয়া সোনার মধ্যে রয়েছে প্রতিটি এক কেজি ওজনের ১৩টি সোনার বার, প্রতিটি ১১৬ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার এবং ১৮৩টি সোনার চেইন।
২ নভেম্বর, ২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে