বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ১২:৩২:০০

কিসের বিপ্লব দিবস, এটা হত্যা দিবস: নাসিম

কিসের বিপ্লব দিবস, এটা হত্যা দিবস: নাসিম

নিউজ ডেস্ক: ৭ নভেম্বর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ এটা কিসের বিপ্লব দিবস। এটা হত্যা দিবস।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ‘জাতীয় চার নেতা ছিলেন বঙ্গবন্ধুর আজীবন সহচর, মরণেও সহচর। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচার হওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিচারে আমরা স্বস্তি পেয়েছি।’

আওয়ালীগ এগিয়ে যাচ্ছে উল্লেখ্য করে তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বিএনপি-জামায়াত যারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারীদের আশ্রয় দিয়েছে তাদের চূড়ান্তভাবে পরাজিত করা হবে।’
৩ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে