বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ০৮:১৮:০২

মুক্তিযুদ্ধ করতে অস্বীকার করেছিল জিয়াউর রহমান : মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ করতে অস্বীকার করেছিল জিয়াউর রহমান : মোজাম্মেল হক

নিউজ ডেস্ক : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান রাজনৈতিক নেতৃত্বে মুজিব নগর সরকারের অধীনে যুদ্ধ করতে অস্বীকার করেছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক।

জেল হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে গাজীপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান রাজনৈতিক নেতৃত্বে মুজিব নগর সরকারের অধীনে যুদ্ধ করতে অস্বীকার করেছিল। এ কারণে জেনারেল এমএজি ওসমানী মেজর জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত করেছিলেন। পরে জিয়াউর রহমান ক্ষমা চাইলে তার সাময়িক বরখাস্ত আদেশ তুলে নেয়া হয়।

মোজাম্মেল হক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে কারণে হত্যা করা হয়েছিল ঠিক একই কারণে কারাগারে বন্দি জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। স্বাধীনতা বিরোধীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

অ্যাডভোকেট আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আ'লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার কাজী মোজাম্মেল হক, মহানগর আ'লীগের সহসভাপতি কাজী আলীম উদ্দিন বুদ্দিন, অ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ।
০৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে