বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ১১:০৩:৪৩

জেনে নিন, ২০১৭ এইচএসসি ও সমমান পরীক্ষার সময়-সূচি

জেনে নিন, ২০১৭ এইচএসসি ও সমমান পরীক্ষার সময়-সূচি

ঢাকা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় এ সূচি প্রকাশ করেছে। দেশের মোট ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত কয়েক বছর ধরে এপ্রিলের এক তারিখ থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবার ৩ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে। সূচি অনুযায়ী, ৩ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২০ জুনের মধ্যে।

অন্যদিকে শুধু মাদরাসা বোর্ডের প্রকাশিত রুটিনের কিছুটা সংশোধন আসতে পারে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের (মাউশি) পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ।

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের বোর্ডে সময়সূচি প্রকাশ করা হয়েছে। কিন্তু শুধু মাদরাসা বোর্ডের রুটিনে কিছুটা পরিবর্তন আসবে। আজই সংশোধন করে আবার প্রকাশ করা হবে।’
৩ নভেম্বর, ২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে