সোমবার, ০৭ নভেম্বর, ২০১৬, ০১:৪১:২১

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ নিয়ে নতুন খবর

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ নিয়ে নতুন খবর

ঢাকা: দীর্ঘ তিন দিন যাবত বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ নিয়ে নতুন খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার আবহাওয়া অফিস থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে পড়েছে। যার ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে সংকেত প্রত্যাহার করা হয়েছে।

তবে সীতাকুণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিন্মচাপটি দুর্বল হয়ে পড়লেও এবং বর্তমানে রাঙামাটি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা আবহাওয়াবিদগণ।

উল্লেখ্য, গেল শনিবার  বঙ্গোপসাগরে অবস্থানরত এই নিম্নচাপের কারণে সমুদ্রবন্দর সমূহে চার নম্বর সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদফতর ।
৭ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে