নিউজ ডেস্ক : সরকার ৭ বিভাগে ফাস্ট ট্রাক কোর্ট হিসেবে ৭টি সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ সরকারি সূত্রে একথা জানা গেছে।
আইন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছে, মন্ত্রণালয়টি ৭ ট্রাইব্যুনালে ৭ বিচারকের নিয়োগে এরই মধ্যে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে শিগগিরই ঢাকা ও চট্টগ্রামে দুটি ট্রাইব্যুনাল স্থাপিত হবে। এছাড়া ১০ কর্মকর্তা ও কর্মচারীও নিয়োগ দেওয়া হবে।
অর্থ বিভাগ ২০১৫ সালের ২৪ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম ট্র্রাইব্যুনালের জন্য ১২টি পদের অনুমোদন দিয়েছে। একই পত্রে ট্রাইব্যুনালের প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীরও অনুমোদন দেওয়া হয়।
সম্প্রতি অর্থ বিভাগ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও খুলনা বিভাগের ট্রাইব্যুনালের জন্য ৫ জন বিচারকসহ ৩০টি পদের অনুমোদন দিয়েছে। -বাসস।
০৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম