নিউজ ডেস্ক : ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৮ নভেম্বর) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির জনসমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার বেলা সোয়া ৩টায় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সমাবেশ আমরা করবোই, এ বিষয়ে অন্য কোনো বক্তব্য নেই। সমাবেশ সফল করতে সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এর আগে সকাল ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিগগিরই সমাবেশের অনুমতি দেবে সরকার। আমরা এখনো অনুমতির অপেক্ষায় আছি।
উল্লেখ্য, বিএনপি আজকের দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করলেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দিবসটি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে।
৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি