নিউজ ডেস্ক : রাজধানীর কমলাপুরের পাশে মুগদার টিটিপাড়া এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে।
সোমবার সন্ধ্যায় টিটিপাড়ায় সিএনজি পাম্প সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। বাসটির অধিকাংশই পুড়ে গেছে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানিয়েছেন, বাসটি সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে রাস্তায় বের হয়েছিল। ওই সময় ব্রেক করতেই তাতে আগুন ধরে যায়। এ বিষয়ে বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে তাদের দুটি ইউনিট আগুন নেভায়।
৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি