মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ১১:১৫:৩৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিউজ ডেস্ক : ৭ নভেম্বরের ‘বিএনপি বিপ্লব ও সংহতি দিবস’ কেন্দ্র করে সমাবেশের অনুমতি এখন পর্যন্ত না পাওয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার দুপুর ১২টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার রাতে দলটির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন।

তবে সমাবেশ করতে না দেওয়ায় কোনও কর্মসূচি আসবে কি না, সে বিষয়ে সোমবার রাতে বিএনপির কোনও নেতা নিশ্চিত করতে পারেননি। শায়রুল জানান, সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হতে পারে।

উল্লেখ্য, ৭ নভেম্বর বিএনপি বিপ্লব ও সংহতি দিবস পালন করে থাকে। বরাবর এ দিনটিতে দলটি বিশেষ আয়োজন করে। তবে এবার সমাবেশ করার অনুমতি না পাওয়ায় এখন পর্যন্ত শুধুমাত্র জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করেছে দলটি।
০৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে