মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ০৮:০১:২৩

কারাগারের ভয় দেখিয়ে লাভ নেই : দুদু

কারাগারের ভয় দেখিয়ে লাভ নেই : দুদু

নিউজ ডেস্ক : 'বাংলাদেশের মানুষ অত্যন্ত গণতন্ত্র প্রিয়। আপনি যতই হত্যাকাণ্ড নির্যাতন, গুম, খুন করেন না কেন তাতে কোনও লাভ নেই, বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই' প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে এসব কথা বলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জাতীয়তাবাদী কারা নির্যাতিত ফোরাম আয়োজিত '৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক এক আলোচনা সভায়এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার করুণায় নয়, হয় নির্বাচন—না হয় গণঅভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতাসীন  দলকে পরাজিত করা হবে।

কেমন জাতির পিতার দেশে আমরা বসবাস করছি এমন এক প্রশ্ন রেখে দুদু বলেন, ‘এ কেমন জাতির পিতা? যে দেশে শেখ হাসিনার দল ছাড়া অন্য কোনও বিরোধী দল সভা সমাবেশ করতে পারবে না?’

৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, 'দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও আত্মমর্যাদার নাম ৭ নভেম্বর। আর এই দিনটিকে অমর্যাদা করলে দেশে কখনও গণতন্ত্র ফিরিয়ে আসবে না।

তিনি সরকারের উদ্দেশ বলেন, 'কারাগারের ভয় দেখিয়ে লাভ নেই। কারাগার আমাদের জন্য নতুন কিছু নয়। আমাদের দল বিএনপিতে আমি আর সে বলে কিছু নেই। এই দলে নেত্রী একজনই, তিনি খালেদা জিয়া।’

৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে