নিউজ ডেস্ক : সিরাজগঞ্জ সদর উপজেলায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আসাদুল ইসলাম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার ভোররাত চারটার দিকে উপজেলার যুমনা নদীর তীর সংলগ্ন মোড় গ্রাম এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
র্যাবের দাবি, নিহত আসাদুল অন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
র্যাব-১২ এর টাঙ্গাইল কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যাব মোড় গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে দুপক্ষের মধ্যে প্রায় আধা-ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। ডাকাতরা পিছু হটলে ঘটনাস্থল থেকে আসাদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
পরে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করে বলে জানান মহিউদ্দিন ফারুকী।
তিনি জানান, নিহত আসাদুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সদর থানাসহ অন্যান্য থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ