নিউজ ডেস্ক : ট্রেনের ধাক্কায় দুই প্রতিবন্ধী নিহত ও তাদের তিন সহকর্মী আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুর ভুরুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন খুলনার মো. রমজান আলী (৩০)। আনুমানিক ৩২ বছর বয়সী আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হতাহতরা সবাই শ্রবণ ও বাক প্রতিবন্ধী। তারা কোনাবাড়ির জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট নামের একটি কারখানার বধির ইউনিটে কাজ করতেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া বলেন, শুক্রবার সকালে জামালপুর কমিউটার ভুরুলিয়া রেলব্রিজ পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। হতাহতরা ভুরুলিয়ার মার্কাজ মসজিদে তাবলীগের প্রচার কাজ শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন বলেও জানান তিনি।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ