নিউজ ডেস্ক : তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিভিন্ন রাজ্যের ফলাফল প্রকাশিত হতে শুরু করেছে।
এতে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টির হিলারি ক্লিনটনের মধ্যে কারোরই একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে না। এক প্রার্থী এগিয়ে গেলে কিছু সময়ের মধ্যেই অপরজন তাকে ধরে ফেলছেন। প্রেসিডেন্ট হতে ৫০টির রাজ্যের মধ্যে মোট ২৭০টি ইলেক্ট্রোরাল ভোটের দরকার হয়।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ২৩২টিতে জয় পেয়েছেন। হিলারি ক্লিনটন পেয়েছেন ২০৯টি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ১২২টি পেয়ে এগিয়ে রয়েছেন। হিলারি ক্লিনটন পেয়েছেন ইলেক্ট্রোরাল ২০৯টি ভোট।
চূড়ান্ত ফলাফল যে কারো অনুকূলে যেতে পারে। কে জয়ী হবেন তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। একেক জরিপে একেক কথা বলা হচ্ছে।
এই মুহূর্তে উভয় প্রার্থী সাতটি করে রাজ্যে জয়ী হয়েছেন।
ট্রাম্প জয়ী হয়েছেন যেসব রাজ্যে
টেক্সাস, নেব্রাস্কা, কানসাস, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, উইমিং, মিসিপিসি, ইন্ডিয়ানা, কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, ওকলাহামায়।
আর হিলারি জিতেছেন যেসব রাজ্যে
ইলিনইস, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেচটস, কানিকটিকাট, ম্যারিল্যান্ড, ভারমন্ট, নিউজার্সি, ডেলাওয়ার, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া।
০৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম