আন্তর্জাতিক ডেস্ক : শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নাটকীয় মোড়। জয়ের পথে এগিয়ে যাচ্ছন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয়ের একেবারে দ্বারপ্রান্তে আছেন তিনি।
সর্বশেষ ফক্স নিউজের তথ্যমতে, এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ভোটের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে হিলারি ২১৫টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। ট্রাম্প পেয়েছেন ২৬৪টি।
বিবিসির তথ্যে হিলারি ২১৫টি ও ট্রাম্প ২৪৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। সিএনএন বলছে, হিলারি ২১৫ ও ট্রাম্প ২৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট হতে হলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে।
বিভিন্ন সংস্থার জরিপে বলা হয়েছে, ৫৮তম এই নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। আশা করা যাচ্ছে, বাংলাদেশ সময় আজ বুধবার দুপুরের মধ্যেই জানা যাবে, কে হবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
অন্যদিকে সর্বশেষ ভোট গণনার আর একটি ওয়েব সাইট বলছে, ট্রাম্প ২৫৪ ভোট নিয়ে জয়ের ঠিক দ্বারপ্রান্তে। হিলারিও দেখাতে পারেন শেষ চমক।
কোন অঙ্গরাজ্যে কতো ইলেক্টোরাল ভোট:
আলবামা-৯, আলাস্কা-৩, আরিজোনা-১১, আরকানসাস-৬, ক্যালিফোর্নিয়া-৫৫, কোলোরাডো-৯, কানেক্টিকাট-৭, ডেলাওয়ের-৩, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া-৩, ফ্লোরিডা-২৯, জর্জিয়া-১৬, হাওয়াই-৪, ইডাহো-৪, ইলিনয়-২০, ইন্ডিয়ানা-১১, আইওয়া-৬, কানসাস-৬, কেন্টাকি-৮, লুইজিয়ানা-৮, মাইনে-৪, ম্যারিল্যান্ড-১০, ম্যাসাচুসেটস-১১, মিশিগান-১৬, মিনেসোটা-১০, মিসিসিপি-৬, মিসৌরি-১০, মনটানা-৩, নেব্রাস্কা-৫, নেভাদা-৬, নিউ হ্যাম্পশায়ার-৪, নিউজার্সি-১৪, নিউ মেক্সিকো-১৪, নিউইয়র্ক-২৯, নর্থ ক্যারোলিনা-১৫, নর্থ ডাকোটা-৩, ওহাইও-১৮, ওকলাহোমা-৭, অরেগন-৭, পেনসিলভানিয়া-২০, রোডে আইল্যান্ড-৪, সাউথ ক্যারোলিনা-৯, সাউথ ডাকোটা-৩, টেনেসে-১১, টেক্সাস-৩৮, উতাহ-৬, ভারমন্ট-৩, ভার্জিনিয়া-১৩, ওয়াশিংটন-১২, ওয়েস্ট ভার্জিনিয়া-৫, উইকনসিন এবং উইয়োমিং-৩।
৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর