বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ১২:৪২:২৫

স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নিউজ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের ভেতরে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হয়েছেন।

জানা গেছে, সকালে প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে আলোচনা সভা চলছিল। এ সময় হঠাৎ দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয় গ্রুপের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি করতে থাকে। সংঘর্ষে দলের পাঁচজন গুরুতর আহত হন।
০৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে