বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ১২:৪৯:৩৮

ট্রাম্প ২৭৬, হিলারি ২১৮

ট্রাম্প ২৭৬, হিলারি ২১৮

নিউজ ডেস্ক : তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিভিন্ন রাজ্যের ফলাফল প্রকাশিত হচ্ছে।

এতে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টির হিলারি ক্লিনটনের মধ্যে কারোরই একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে না। এক প্রার্থী এগিয়ে গেলে কিছু সময়ের মধ্যেই অপরজন তাকে ধরে ফেলছেন। প্রেসিডেন্ট হতে ৫০টির রাজ্যের মধ্যে মোট ২৭০টি ইলেক্ট্রোরাল ভোটের দরকার হয়।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ২৭৬টিতে জয় পেয়েছেন। হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮টি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ২৪৪টি পেয়ে এগিয়ে রয়েছেন। হিলারি ক্লিনটন পেয়েছেন ইলেক্ট্রোরাল ২১৫টি ভোট।

চূড়ান্ত ফলাফল যে কারো অনুকূলে যেতে পারে। কে জয়ী হবেন তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। একেক জরিপে একেক কথা বলা হচ্ছে।
০৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে