ঢাকা : মানবতা বিরোধী অপরাধ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে সাক্ষাৎ করার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন তার স্ত্রী ও চার সন্তান।
শুক্রবার বেলা ১০টা ৫০ মিনিটে তারা পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।
এরা হলেন- মুজাহিদের তিন ছেলে আলী আহমেদ মাবরুর, আলী আহমেদ তাসজিদ, আলী আহমেদ তাহহীদ এবং জামায়াত নেতার স্ত্রী এবং এক কন্যা।
বেলা ১১টায় তাদের কারাগারে সাক্ষাতের সময় নির্ধারিত থাকলেও তার প্রায় ১০ মিনিট আগে সেখানে প্রবেশ করেন।
তবে কারাগারে প্রবেশের আগে তারা সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে সম্প্রতি আপিলের রায় প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ