শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ১২:১৫:৪৪

জোড়া খুন, যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

জোড়া খুন, যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

নিউজ ডেস্ক : চট্টগ্রামের সন্দ্বীপে কোরবানীর পশুর হাটের দখল নিয়ে সংঘর্ষে জোড়া খুনের প্রধান আসামি যুবলীগ নেতা শিশু গ্রুপের প্রধান ফজলে এলাহী মিশুকে অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় দুটি পিস্তল, ২টি এক নলা বন্দুক, ২টি শটগান, ৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, শতাধিক রাউন্ড গুলির খোসা ও বেশ কিছু কিরিচ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান বলেন, ‘সন্দ্বীপে গরুর বাজারে গুলি চালিয়ে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি মিশুকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের সময় গুলিবিদ্ধ হন তিনি।’

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সন্দ্বীপ পৌরসভার বাতেন মার্কেট এলাকায় গরুর হাটের দখল নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে মো. কবির (৪৫) ও জাহাঙ্গীর (৪০) নিহত হন।

ওই সংঘর্ষের মূলে ছিল স্থানীয় জাফর ও মিশু গ্রুপ। পরে এ ঘটনায় যুবলীগ নেতা মিশুকে প্রধান আসামি করে মামলা করা হয়।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে