শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ১২:৪১:৪৯

সাক্ষাৎ শেষে যা বললেন মুজাহিদের স্ত্রী

সাক্ষাৎ শেষে যা বললেন মুজাহিদের স্ত্রী

ঢাকা : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী ও চার সন্তান।

শুক্রবার বেলা ১০টা ৫০ মিনিটে তারা পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন এবং সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান শেষে বেরিয়ে আসেন।

এ সময় সাংবাদিকদের মুজাহিদের স্ত্রী বলেন, ‘উনার শারীরিক অবস্থা ভালো। মানসিকভাবে তিনি মজবুত আছেন।’

মুজাহিদকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘উনি বলেছেন, উনি সম্পূর্ণ নির্দোষ। উনার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে সব মিথ্যা ও বানোয়াট।’

মুজাহিদের স্ত্রী বলেন, ‘তিনি বলেছেন যে তিনি নির্দোষ, নির্দোষ এবং নির্দোষ।’

‘এবং আমি উনার স্ত্রী হিসেবে বলছি উনি পুরোপুরি নির্দোষ।’

স্ত্রী বলেন, ‘আমার স্বামী ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে অত্যন্ত সৎ, স্বচ্ছ এবং অনাড়ম্বর জীবন যাপন করতেন।’

‘আপনারা জানেন, আমাদের আইনজীবীরা রিভিউ আবেদন করবেন। সেখানেও উনার দিকনির্দেশনা রয়েছে।’

‘আমি আশা করি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি ন্যায়বিচার নিশ্চিত করার ব্যাপারে ভূমিকা রাখবেন।’

‘এবং আমাদের বিশ্বাস যদি ন্যায়বিচার হয় তবে উনি বেকসুল খালাস পাবেন।’

শুক্রবার বেলা ১১টায় তাদের কারাগারে সাক্ষাতের সময় নির্ধারিত থাকলেও তার প্রায় ১০ মিনিট আগে সেখানে প্রবেশ করেন হলেন- মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর, আলী আহমেদ তাসজিদ, আলী আহমেদ তাহকীদ এবং  জামায়াত নেতার স্ত্রী এবং এক কন্যা।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে সম্প্রতি আপিলের রায় প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত।

রায় প্রকাশের পর আজই প্রথম মুজাহিদের সাথে সাক্ষাৎ করলেন পরিবারের সদস্যরা।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে