ঢাকা : ঢাকার ডাবের পানি পান থেকে সাবধান! যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। রাজধানীর সংঘবদ্ধ নেশা পার্টি ডাব বিক্রেতাদের সঙ্গে আঁতাত করে ডাবের পানিতে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রাখে।
ক্রেতারা ডাব কিনে পানি পান করার কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়লে ওঁতপেতে থাকা চক্রটি ওই লোক অন্যত্র সরিয়ে নিয়ে তার সর্বস্ব লুটে নেয়।
কেউ জানতে চাইলে চক্রটি বলে, অচেতন হওয়া লোকটি তাদের আত্মীয়।
জানা গেছে, চক্রটি রাজধানীর কিছু কিছু এলাকা টার্গেট করে। তবে ব্যস্ততম এলাকাকে তারা বেছে নেয়, যাতে কেউ কারো খবর না রাখে। চক্রটি ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে ডাবে নেশাজাতীয় ওষুধ পুশ করে। পরে ওই ছিদ্রস্থান আঠাজাতীয় বা সুপারব্লু দিয়ে বন্ধ করে দেয়, তাতে বুঝার কোনো উপায় থাকে না। চক্রটির টার্গেট করা ডাবের পানি খেলেই মহাবিপদ।
এমন বিপদে পড়ে প্রাণ গেছে গাজীপুরের সেলিমের। রাজধানীর মহাখালীতে ডাবের পানি পান করেছিলেন আব্দুস সেলিম (৪০)। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
সেলিমের বাড়ি গাজীপুরে। তিনি গাজীপুর টাকশালের একজন কর্মচারী বলে জানা গেছে।
ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতের আত্মীয় রানা গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সেলিমের সাথে একটি কাজে তারা মহাখালী এসেছিলেন। এ সময় সেলিম রাস্তার পাশে ভ্রাম্যমাণ এক বিক্রেতার কাছ থেকে ডাব কিনে পান করেন।
তিনি জানান, এরপর বাসে ওঠার পরই সেলিম অচেতন হয়ে পড়েন। সন্ধ্যার পর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম