নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ অভিনন্দন জানান মকবুল আহমাদ।
বিবৃতিতে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ ডোলাল্ড ট্রাম্পের বিজয়কে ‘গণতন্ত্রেরই বিজয়’ বলে বর্ণনা করেছেন।
বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট নির্বাচিত হওয়ায় আমি আমার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি’।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আশা করি দলমত ও জাতি-ধর্ম নির্বিশেষে তিনি তার দেশসহ সমগ্র বিশ্বে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’
বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো উন্নতি হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।’
বিবৃতিতে, ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখী-সমৃদ্ধশালী জীবন ও সাফল্য কামনা করা হয়।
১০ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম