শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৩:৫৭:২৯

‘জঙ্গিবাদের মদদদাতাদের সঙ্গে ঐক্য হতে পারে না’

 ‘জঙ্গিবাদের মদদদাতাদের সঙ্গে ঐক্য হতে পারে না’

ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পেট্রলবোমার রাজনীতি ও জঙ্গিবাদের মদদদাতাদের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না।

 
শুক্রবার সকালে শিল্পকলার একাডেমিতে শহীদ শেখ রাসেলের ৫১তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুকিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
 এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুসহ সপরিবারকে হত্যা করা হয়।  তার সঙ্গে হত্যা করা হয় শিশুপুত্র শেখ রাসেলকেও।  বঙ্গবন্ধুর হত্যার চল্লিশ বছর পেরিয়ে গেছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে।

তিনি বলেন, দেশ কলঙ্কমুক্ত হয়েছে।  কিন্তু সব হত্যাকারীর ফাঁসি কার্যকর এখনো হয়নি।  খুনিরা বিদেশে আশ্রয় নিয়েছে।  সরকার তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

আশ্রয় দেয়া দেশগুলোর সরকারের উদ্দেশ্য মন্ত্রী বলেন, খুনিদের আশ্রয় না দিয়ে তাদের বিচারের রায় কার্যকর করতে সহায়তা করুন।  আপনারা তাদের আশ্রয় দিতে পারেন না।  কারণ তারা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারী।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মডেলে পরিণত হয়েছে।  বিদেশিরা নিরাপদ আছেন।  আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি।  এ হত্যাকাণ্ড পেশাদার খুনির কাজ।  খুনিরা রাজনৈতিক মদদ পেয়ে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে।  খুনিদের খুঁজে বের করতে সরকার কাজ করে যাচ্ছে।

পরে মন্ত্রী শিশু-কিশোরদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন।  চার থেকে ১০ বছরের শিশুদের যেমন খুশি আঁকো এবং ১১ থেকে ১৫ বছরের কিশোরদের জন্য মুক্তিযুদ্ধের ওপর চিত্র অঙ্কন করতে বলা হয়।  

প্রতিযোগিতায় প্রায় পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।

মাহমুদুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিত্রশিল্পী অধ্যাপক সমজিৎ রায় চৌধুরী, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, মো. রকিবুর রহমানসহ প্রমুখ।
৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে