শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৪:১৮:২৬

খালি পায়ে ভর্তি পরীক্ষা

খালি পায়ে ভর্তি পরীক্ষা

ঢাকা : শেষ পর্যন্ত জুতা খুলে খালি পায়ে পরীক্ষায় অংশ নিতে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।  তবে ফুলহাতা শার্ট ও পাঞ্জাবির ক্ষেত্রে ছাড় দিয়েছে জবি কর্তৃপক্ষ।  

শুক্রবার দুপুর সাড়ে ৩টায় জবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়।  তিনটার দিকে তাদের পরীক্ষা হলে ঢোকানো হয়।  

পরীক্ষায় যাতে অসদুপায় অবলম্বন করতে না পারে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার্থীদের পোশাক-পরিচ্ছদের ওপর বিধিনিষেধ আরোপ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অবম্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ড্রেস কোড মানেনি অনেক পরীক্ষার্থী।  তাদের অভিযোগ, এ সিদ্ধান্ত আগে থেকে জানানো হয়নি।  যে কারণে ফুল শার্ট, পাঞ্জাবি, জুতা পরে পরীক্ষা দিতে হয়েছে।  জেল গেটে এসে তারা শুনেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পোশাকের ওপর বিধিনিষেধ আরোপ।

জবি কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের হাফহাতা জামা এবং স্যান্ডেল পরে পরীক্ষার হলে ঢুকতে হবে।  স্যান্ডেলের সঙ্গে মোজা পরা যাবে না।  তবে ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরে পরীক্ষা দেবেন তাদের জন্য শর্ত শিথিলযোগ্য।

কিন্তু পরীক্ষা শুরুর আগে অনেকেই ফুলহাতা জামা এবং জুতা পরে পরীক্ষা দিতে আসেন।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুতা খুলে পরীক্ষার হলে প্রবেশ করতে দিয়েছে।  যেহেতু এবারই প্রথম এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।  ভবিষ্যতে আর ছাড় দেয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অভিযোগ, প্রায়ই লক্ষ্য করা গেছে, ভর্তি পরীক্ষায় ছোট ছোট ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বন করে পরীক্ষার্থীরা।  এসব ডিভাইস ফুলহাতা শার্ট বা পাঞ্জাবির হাতার ফোল্ডিংয়ে এবং জুতা- মোজার ভেতর বহন করে থাকে।  তাই হাফহাতার জামা এবং স্যান্ডেল পরে পরীক্ষার হলে আসতে হবে।
৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে