শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ১১:৩৩:০৯

দীপন-নিলয় হত্যায় জড়িত আনসারুল্লাহ’র শীর্ষ নেতা গ্রেফতার

দীপন-নিলয় হত্যায় জড়িত আনসারুল্লাহ’র শীর্ষ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক : আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা খায়রুলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার নিলয় নীল হত্যার সঙ্গে জড়িতর বলে দাবি পুলিশের।

শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, খায়রুলকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীপন ও নিলয় হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত বছর ৩১ অক্টোবর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন ফয়সল আরেফিন দীপন। ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন তিনি। অন্যদিকে ২০১৫ সালের ৭ আগস্ট নিজ বাসায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
১২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে