নিউজ ডেস্ক : আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া গত ২৬ সেপ্টেম্বর ঢাকার আশপাশের কোনো এক এলাকায় অবস্থান নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। সংস্থাটিরে দাবি, রাজধানীর কমলাপুর রেল স্টেশন এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার খায়রুল ইসলাম নামে এবিটির সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করেন।
শনিবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
আসামি খায়রুল ব্লগার নিলাদ্রী নিলয় ও দীপন হত্যার আগে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও ৫ মাস ফলো করেছিলেন। আনসারুল্লাহ বাংলা টিমে তিনি জামিল, রিফাত, ফাহিম ও জিসান নামেও পরিচিত।
আবদুল বাতেন বলেন, ‘বড় ভাই’ (মেজর জিয়া) এর নির্দেশে খায়রুল টার্গেটের তথ্য সংগ্রহ করতো। এ বছরের ২৬ সেপ্টেম্বর ঢাকার আশপাশের কোনো এক এলাকায় তিনি মেজর জিয়ার সঙ্গে দেখা করেছেন।
উল্লেখ্য, মেজর জিয়া বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা। ২০১১ সালে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে চাকরিচ্যুত করা হয় তাকে। এরপর থেকেই তিনি আত্মগোপনে আছেন। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত যতগুলো ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট নিহত হয়েছেন তাদের নির্দেশদাতা মেজর জিয়া বলে অভিযোগ রয়েছে। এ বছরের জুলাই মাসে জিয়াকে ধরতে ২০ লাখ টাকা পুরষ্কার ঘোষণা করে বাংলাদেশ পুলিশ। তবে ২৬ সেপ্টেম্বর জিয়া ঢাকা শহরের আশপাশে থাকলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জাগো নিউজ।
১২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম