নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবিতে আন্দোলনে হিন্দু সম্প্রদায়ের আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, সরকার সংখ্যালঘুদের ওপর সার্জিক্যাল অপারেশন চলাচ্ছে। এর প্রতিবাদে সব আন্দোলনে বিএনপির সমর্থন আছে। গত ৩০ অক্টোবর নাসিরনগরে হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবিতে শুক্রবার রাজধানীর শাহবাগ ও প্রেসক্লাব অবরোধ করে বিভিন্ন সংগঠন। তিন দিনের মধ্যে দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
পরদিন সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমরা দ্ব্যর্থহীনভাবে চলমান আন্দোলনে আমাদের সমর্থন ঘোষণা করছি। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাকর্মীরা যে বক্তব্য-বিবৃতি দিয়েছেন, তার সঙ্গেও আমরা শতভাগ একমত।
এই ইস্যুতে বিএনপি কোনো কর্মসূচি দেবে কি না- জানতে চাইলে রিজভী বলেন, আমাদের কর্মসূচি অব্যাহত আছে, কালও আমরা মানববন্ধনে বক্তব্য দিয়েছি। আজও আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় একটি অনুষ্ঠানে থাকবেন। প্রতিবাদ জানাবেন।
তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ শুরু হয়। সেই হামলা এখনো অব্যাহত রয়েছে। সকল অপকর্মের হোতা ক্ষমতাসীনদের লোকজন।
গাইবান্ধার সাঁওতালদের ওপর হামলার ঘটনায়ও সরকার জড়িত উল্লেখ করে রিজভী বলেন, ক্ষমতাসীন দলের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় তাদের দলীয় নেতাকর্মীরা সাঁওতালদের ওপর হামলা চালিয়েছে। এই হামলায় চারজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর নিন্দা জানানোর ভাষা আমার নেই।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে গতকাল শুক্রবার রাজধানীর প্রেসক্লাবসহ শাহবাগ মোড় সারাদিন অবরোধ করা হয়েছিল।
শাহবাগ মোড় অবরোধের আগে প্রতিবাদকারীরা শুক্রবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগে আসেন। এরপর থেকে সারা দিন সেখানে অবস্থান নিয়ে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মিছিল করে রমনা কালী মন্দিরে গিয়ে শেষ হয়।
জাগো হিন্দু বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যাল সাধারণ শিক্ষার্থীবৃন্দ, শ্রী শ্রী রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রম-এর ব্যানারে তিনটি সংগঠন এ বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
শাহবাগ মোড়ে অবরোধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের কুশপুত্তলিকা পোড়ান প্রতিবাদকারীরা। তারা ছায়েদুল হককে দল ও মন্ত্রীর পদ থেকে বহিষ্কারের দাবি জানান।
প্রতিবাদকারীরা বলেন, হামলার উসকানিদাতা এবং হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ক্ষতিগ্রস্ত হিন্দুদের ক্ষতিপূরণের দিতে হবে।
১২ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি