নিউজ ডেস্ক : শিগগিরই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ফিরে নিজের পরিকল্পনার কথা জানাবেন তিনি। চিকিৎসার জন্য এ মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন। দলে চলছে পুনর্গঠন কার্যক্রম। সাথে চলছে খালেদা জিয়ার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি।
তবে ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন খালেদা জিয়া এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি কেউ। অবশ্য দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চিকিৎসা শেষে তিনি শিগগিরই দেশে ফিরবেন।
জানা গেছে, বেগম জিয়া দেশে ফিরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেবেন। এ প্রস্তুতি নিয়ে এগুচ্ছেন নেতাকর্মীরা।
ক্ষমতাসীন সরকার তাতে সাড়া না দিলে বিকল্প হিসেবে আন্দোলনের ডাক দেবেন তিনি।
বেগম খালেদা জিয়া বলেছেন, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র ও সমাজের সব স্তরে অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা এবং বিকশিত করতে আমাদের আরো সংগ্রাম করতে হবে।
শহীদ জেহাদ দিবস উপলক্ষে শুক্রবার বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
খালেদা জিয়া বলেন, আমি স্বৈরাচারবিরোধী আন্দোলনের নির্ভীক সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।
তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক শাসনবিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম শহীদ নাজির উদ্দিন জেহাদ। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শাহাদাতবরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা বেয়েই ওই বছর সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের।
খালেদা জিয়া বলেন, শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে লালন করে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে সক্ষম হব।
জানা গেছে, খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের কর্মকৌশল নিয়ে আলোচনা করছেন। বেশকিছু বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছেছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বাইরের দলগুলোকে নিজেদের জোটে ভেড়ানোর চেষ্টাও করছে তারা।
৫ জানুয়ারির নির্বাচনের বাইরে থাকা দলগুলোকে জোটবদ্ধ করার চেষ্টা করবে বিএনপি। খালেদা জিয়া সম্প্রতি তার বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগের মধ্যে যারা দেশপ্রেমিক তার দল ক্ষমতায় গেলে তাদের নিয়ে দেশ পরিচালনা করবেন তিনি।
বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানের মতে, ম্যাডামের আহবানে নেতাকর্মীরা রাজপথে নামতে পিছপা হবে না। সবাইকে নিয়েই কাজ করতে হবে।
৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম