শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ০২:২৭:১৭

বাংলাদেশ ছাড়তে শুরু করেছে বিদেশী কর্মীরা

বাংলাদেশ ছাড়তে শুরু করেছে বিদেশী কর্মীরা

নিউজ ডেস্ক : হামলার আতঙ্কে ৪১ জন বিদেশি কর্মীকে প্রত্যাহার করে নিয়েছে স্পেনের একটি কোম্পানি। দেশে নির্মানাধীন তিনটি বিদ্যুেকন্দ্রে কর্মরত ঐ বিদেশীদের প্রত্যাহার করে নেয়ার পর তারা বাংলাদেশ ছেড়ে চলে গেছে। এভাবে চলে যাওয়াটা অতিমাত্রার উদ্বেগের বহি:প্রকাশ বলে দাবী করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশে দুই বিদেশি নাগরিক নিহত হওয়ার পর ঢাকায় স্পেন দূতাবাসের নির্দেশনা অনুযায়ী স্প্যানিশ কোম্পানি ‘আইসোলাক্স ইঞ্জেনিরিয়া’ তাদের তিন বিদ্যুত্ প্রকল্প থেকে এসব কর্মীকে প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে।  হঠাত্ করেই নির্মাণাধীন বিদ্যুেকন্দ্রগুলো থেকে ঐ কর্মীরা চলে যাওয়ায় নির্মাণ প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তায় পড়েছে।
 
গতকাল শুক্রবার এ প্রসঙ্গে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, দেশে দুই বিদেশী নিহত হওয়ার পর স্পেনের দূতাবাস উদ্বেগ জানিয়েছে। গত বুধবার স্পেন দূতাবাসের চিঠিটি পেয়েছি। কিন্তু যখন চিঠি পাই, তার আগেই ঐ কর্মীরা দেশ ছেড়ে চলে গেছে। তিনি বলেন, যে বিদ্যুেকন্দ্রগুলোতে ঐ বিদেশীরা কর্মরত ছিলেন, সেগুলোর কাজ সম্পন্ন করা আমাদের জন্য অনেক জরুরি। কিন্তু তারা হুট্ করেই চলে গেছে। তাদের উদ্বেগ থাকতেই পারে। কিন্তু আমাদের সব ধরণের নিরাপত্তা আশ্বাসের পর এভাবে চলে যাওয়াটা অতিমাত্রার উদ্বেগের বহি:প্রকাশ।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার ঢাকাস্থ স্পেন দূতাবাস বিদ্যুত্ মন্ত্রণালয়ে উদ্বেগ জানিয়ে একটি চিঠি পাঠায়। দেশের বিভিন্ন বিদ্যুেকন্দ্রে কর্মরত দেশটির নাগরিকদের প্রত্যাহারের সিদ্ধান্ত চিঠিতে জানানো হয়। একইসাথে দূতাবাস আইসোলাক্স ইঞ্জেনিরিয়া কোম্পানিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্প্যানিশ নাগরিকদের প্রত্যাহারের নির্দেশ দেয়।
 
এ প্রসঙ্গে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানির (ইজিসিবি)  ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, আইসোলাক্স ইঞ্জেনিরিয়ার ৩৮ কর্মীর সবাই ৩৩৫ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে দেশ ত্যাগ করেছে। পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার পরও কোম্পানিটি তাদেরকে বাংলাদেশে রাখতে রাজি হয়নি। প্রত্যাহারকৃত কর্মীদের মধ্যে ২৬ জন স্পেনের নাগরিক। বাকিরা ফ্রান্স, আর্জেন্টিনা ও বুলগেরিয়ার নাগরিক।
 
মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, ইজিসিবি’র অধীনে ৩৩৫ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র নির্মানে ২০১২ সালে ঠিকাদার হিসেবে নিয়োগ পায় আইসোলাক্স। প্রকল্পটির প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পিডিবির এক কর্মকর্তা জানান, ঐ ৩৮ স্প্যানিশ নাগরিক ছাড়াও বিবিয়ানায় ২৮৩ মেগাওয়াটের বিদ্যুেকন্দ্র থেকে আরো দুই জন স্প্যানিশ প্রকৌশলীকে প্রত্যাহার করা হয়েছে। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ১৫০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র থেকেও অপর স্পেনের নাগরিককে প্রত্যাহার করা হয়। -ইত্তেফাক

১০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে