ঢাকা : বাংলাদেশে দুই বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি চেয়ারপারসনকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশি নাগরিকদের হত্যা করে আতঙ্ক ছড়াচ্ছেন খালেদা জিয়া।
তিনি বলেন, দেশে থেকে দেশের মানুষ হত্যা করেছিলেন, বিদেশে বসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন। উনি বিদেশে বসে ষড়যন্ত্র করছেন।
শনিবার গণভবনে আওয়ামী লীগ সমর্থিত বরিশালসহ কয়েকটি জেলা আইনজীবী সমিতির নির্বাচিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ইউএস, ইউ কে, ইউরোপে লবিস্ট রেখে জামায়াত-বিএনপি দেশের অনেক বদনাম করছে। তারা আন্দোলনের কৌশল পাল্টেছে।
বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন।
সম্প্রতি রাজধানী ঢাকা ও রংপুরে এক ইতালি ও এক জাপানি নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের একাধিক নেতা বিএনপি-জামায়াতকে দায়ী করে আসছেন।
বিএনপি-জামায়াত বলছে, নিজেদের ব্যর্থতা আড়াল এবং বিরোধী দলকে দমন করতেই সরকার এসব অভিযোগ তুলছে।
১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম