নিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অভিজ্ঞতা অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আমন্ত্রণে যোগ দেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন।
যুক্তরাষ্ট্রে `আওয়ার সিটিজ, আওয়ার ক্লাইমেট` শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন তারা।
জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী আজ অন্যতম সমস্যা। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের এ দায় অনেকটা নগরগুলোর।
একইসঙ্গে সবুজ পৃথিবী গড়তে, জলবায়ু পরিবর্তন রোধে এক নগরীর অভিজ্ঞতা খুব সহজেই অন্য নগরে প্রয়োগ করা সম্ভব। এজন্য বিভিন্ন নগর নেতাদের অভিজ্ঞতা বিনিময় ও পরস্পরকে জানার কোনো বিকল্প নেই।
সেই অভিজ্ঞতা অর্জনে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন তারা।
১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম