ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ আটকের ঘটনা নতুন নয়। প্রায় প্রতিদিনই আটক হচ্ছে স্বর্ণ। আজ ৪৫ কেজি স্বর্ণসহ তিনজন মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন হি উয়ই কংগ (৩৮), জুহারি বিন হারুন (৪১) ও মো. আজওয়ান বিন সালিহিন (২১)।
কাস্টমস হাউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার সকালে এমএইচ-০১০২ ফ্লাইটে করে বিমানবন্দরে পৌঁছেন। তাদের তল্লাশি করে স্বর্ণগুলো আটক করা হয়। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ১৭ কোটি টাকা।
তিনি জানান, তারা স্বর্ণগুলো বহন করে অন্য স্থানে পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করছিলেন বলে জানান আটককৃতরা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম