নিউজ ডেস্ক : আগামী ১৬ অক্টোবর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
লন্ডন বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা আজ জানিয়েছেন, এ্যামিরেটস এয়াইরলাইন্সের একটি ফ্লাইটে ১৫ অক্টোবর বেগম জিয়ার দেশে ফেরার জন্য বুকিং রয়েছে।
জানা গেছে, লন্ডনে খালেদা জিয়ার দু’চোখের সফল অপারেশন হয়েছে। লন্ডনের কিংস্টোনে তারেক রহমানের বাসায় তিনি এখন পুরোপুরি বিশ্রামে আছেন। পরিপূর্ণ সুস্থ হলে ১৬ অক্টোবর দেশে ফিরবেন তিনি।
গত ১৫ সেপ্টেম্বর চোখের চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। লন্ডনে তার ব্যক্তিগত সফর এক মাস হতে চলেছে।
বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, সফরকালীন বেগম খালেদা জিয়া দল পুনর্গঠনের সাথে সম্পর্কিত নানা বিষয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিশদ আলোচনা করেছেন।
১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম