নিউজ ডেস্ক : পাঁচ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি (সিনেট নির্বাচন) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে আজ রোববার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজ’ ও বিএনপিপন্থি শিক্ষকরদের প্যানেল ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্রতিদ্বন্দ্বিতা করছে। দুই প্যানেল থেকে ৩৩ জন করে প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ ছাড়া ৮ জন শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ভোট প্রদান করবেন ৫০০ জন শিক্ষক।
‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজ’-এ রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির, বর্তমান ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেনের অনুসারী হিসেবে পরিচিত শিক্ষকরা। প্যানেলটির সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন বলেন, ‘নির্বাচনে আমরা ভাল অবস্থানে আছি। আশা করছি আমাদের প্যানেল জয়লাভ করবে।’
এদিকে, ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেল থেকে ২১ জন বিএনপিপন্থি, প্রগতিশীলমনা গ্রুপের ৩ জন শিক্ষক ও সাবেক প্রো-ভিসি আফসার-মতিন গ্রুপের ৯ জন শিক্ষক নির্বাচনে অংশ নিচ্ছেন। প্যানেল গঠন প্রসঙ্গে ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান বলেন, ‘আশা করছি আমরা জয়লাভ করব। জয়ী হলে সম্মিলিতভাবে কাজ করে যাবো।’
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ