ঢাকা : একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর পূর্ব আশকোনার ৬৫ নং বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ পাঁচজন হলেন- রেহানা আক্তার (৪০), তার মেয়ে শহীদ আনোয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) উত্তীর্ণ আফসানা আক্তার (১৯), ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ শুভ (১৮), আরেক ছেলে মাস্টারমাইন্ড স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদ নিলয় (১২) এবং গৃহকর্মী সখিনা (৪০)।
রেহানার স্বামী আবুল কাশেম সৌদি প্রবাসী। সন্তানদের নিয়ে তিনি আশকোনার ওই বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয়রা পাঁচজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে রেহানা, নিলয় ও সখিনার অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ রেজোয়ান আহমেদ শুভ বলেন, সকালে গৃহকর্মী সখিনা বাসায় এসে রান্না ঘরের চুলো ধরাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। দ্রুত আগুন ফ্ল্যাটের তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে ঘরের সবাই দগ্ধ হন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ