ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের সঠিক কোনো তালিকা সরকারের হাতে নেই।
তিনি রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন।
মন্ত্রী বলেন, এদেশে যেসব বিদেশি কারাগারে রয়েছেন, তাদের অনেকের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর সংশ্লিষ্ট দূতাবাসকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ