ঢাকা : বহুল আলোচিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিশু সৌরভের দুই পায়ে গুলি করার দায়ে করা মামলায় স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের পক্ষ থেকে হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে এ আবেদনটি করেন আইনজীবী এসএম আরিফুল ইসলাম।
সোমবার তার এই জামিন আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
গত ৩ অক্টোব শুক্রবার সকালে গাইবান্ধা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন মাতাল অবস্থায় শিশু সৌরভের পায়ে গুলি করেন।
সৌরভ সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকার সাজু মিয়ার ছেলে এবং স্থানীয় গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
এ ঘটনায় ৩ অক্টোবর রাতে সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে এমপি লিটনকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ