শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৮:০৭

সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১১ জানুয়ারি) সিলেটের নাজিরের গাঁওয়ের বাদাঘাট রোড এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, এই ১৫০ শয্যার হাসপাতাল বিশেষ করে ভূমিকা রাখবে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায়। ২০১৮ সাল থেকে তারা একটি ভাড়া ভবনে চিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি অন্য রোগীদেরও চিকিৎসা দিয়েছেন।

উদ্বোধনী বার্তায় তিনি আরও বলেন, এই হাসপাতাল গড়ার পেছনে যারা সংযুক্ত আছেন সবাই আমার পরিচিত। হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে আমি স্বাগত জানাই। ব্যস্ততার কারণে সরাসরি অংশ নিতে না পারলেও ভবিষ্যতে আসার চেষ্টা থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে