ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ক্রান্তিকাল চলছে। সবাইকে এ সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ মতবিনিময় সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
মির্জা ফখরুল বলেন, আমরা কথা বলার অধিকার হারিয়েছি। ভোটের অধিকার হারিয়েছি। তাই মানুষের মৌলিক অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, গণতন্ত্র ও স্বাভাবিক রাজনীতির পরিবেশ না থাকার কারণে দেশে অপরাধী, লুটেরা ও উগ্রবাদ জায়গা করে নিচ্ছে। সুশাসন ও গণতন্ত্রের অভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক।
মির্জা ফখরুল বলেন, আজ কারো জীবনের নিরাপত্তা নেই। চরম রাজনৈতিক সংকট চলছে। এ সংকট সমাধানের একমাত্র পথ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে জনগণ। জনগণের এ আন্দোলন সফল হবেই।
এ সময় বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘বি দেশে বসে খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন’ প্রধানমন্ত্রীর এ অভিযোগ ভিত্তিহীন। রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না জনগণ।
মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম