রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ০৬:৪২:২৩

খালেদার ঐক্যের ডাক, বি. চৌধুরীর জাতীয় সরকার

খালেদার ঐক্যের ডাক, বি. চৌধুরীর জাতীয় সরকার

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগেই আওয়াজ তুললেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী।  অবিলম্বে একটি ‘জাতীয় সরকার’ গঠনের দাবি জানিয়েছেন তিনি।  তার দাবি অনুযায়ী, ওই সরকারে বর্তমান সাংসদদের অন্তর্ভুক্ত করা যাবে না।  কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হননি।  

এদিকে দেশে ফিরেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেবেন বেগম খালেদা জিয়া।  চিকিৎসার জন্য এ মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন।   দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চিকিৎসা শেষে তিনি শিগগিরই দেশে ফিরবেন।

বেগম খালেদা জিয়া বলেছেন, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র ও সমাজের সব স্তরে অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই।  গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা এবং বিকশিত করতে আমাদের আরো সংগ্রাম করতে হবে।

শুক্রবার বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

রোববার সকালে বারিধারার বাসায় নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ঘুমালে চলবে না, একচোখা নীতি ছাড়তে হবে।  দেশের বর্তমান সঙ্কট থেকে বেরিয়ে আসতে হলে একটি জাতীয় সরকার গঠন করতে হবে।
 
বর্তমান জাতীয় সংসদের আগের সংসদের লোকজন এবং অন্যান্য দল ও শ্রেণী-পেশার মধ্যে থেকে ভালো মানুষ নিয়ে জাতীয় সরকার গঠন করার আহবান জানিয়েছেন তিনি।    

তিনি বলেন, দেশে নেই আইনের শাসন।  সাগর-রুনির হত্যা, নারায়ণগঞ্জের ত্বকি হত্যা ও সাত খুনের বিচার এখনো হয়নি।  নূর হোসেনকে এখনো কলকাতা থেকে ফেরত আনতে পারেনি সরকার।
 
বি. চৌধুরী বলেন, ইতালি ও জাপানের নাগরিককে হত্যা করা হলো।  কিন্তু হত্যার সঙ্গে জড়িত একজনকেও গ্রেপ্তার করা হয়নি।  এতে আমাদের প্রতি বিদেশিদের আস্থা নষ্ট হয়ে যাবে।  পুলিশের আগেই যদি প্রধানমন্ত্রী, তার ছেলে ও অন্য মন্ত্রীরা বলে দেন বিএনপি-জামায়াত এ হত্যার সঙ্গে জড়িত, তা হলে পুলিশ কী করবে?  

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, অধ্যাপক আবু মোজাফফর আহমেদ, ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, শাহ আহম্মেদ বাদল, বেগ মাহাতাব, সাহিদুর রহমান, মাহবুব আলী, জানে আলম হাওলাদার, আইনুল হক, আসাদুজ্জামান বাচ্চু, মাহফুজুর রহমান, বিএম নিজাম, সাইফুল ইসলাম শোভন, শহীদুল হক ভূইয়া, মামুনুর রশিদ প্রমুখ।
 
আলোচনা সভা শেষে বি. চৌধুরী ৮৫তম জন্মদিনের কেক কেটে নেতাকর্মীদের মধ্যে বিতরণ করেন।  এসময় তার সহধর্মিনী হাসিনা ওয়ার্দা চৌধুরী পাশে ছিলেন।
১১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে