নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার রাতে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করবেন। শনিবার সকালে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
এদিকে, দলীয় সূত্র থেকে জানা গেছে, আসন্ন নাসিক নির্বাচন নিয়ে কথা বলতেই দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।
এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ অন্যান্য বিষয়ও বৈঠকে উঠে আসবে।
০৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম