শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩৪:১৪

মিয়ানমারের সন্ত্রাসীদের ঠাঁই বাংলাদেশে হবে না : প্রধানমন্ত্রী

মিয়ানমারের সন্ত্রাসীদের ঠাঁই বাংলাদেশে হবে না : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মিয়ানমারে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এসে আশ্রয় চাওয়া কারো ঠাঁই বাংলাদেশে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে গণভবনে হাঙ্গেরি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে বিষয়টি এতটা মানবিক প্রশ্ন হয়ে দাঁড়ায় যে তাদের আশ্রয় না দিয়ে উপায় থাকে না। তবে সেখানে সেনাক্যাম্পে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করা হয়েছে। মুষ্টিমেয় যে কয়েকজন এই ঘটনা ঘটিয়েছে, তাদেরও ধরিয়ে দেওয়া উচিত। কেননা সামান্য এই কয়েকজন লোকের জন্যই হাজার হাজার মানুষকে কষ্ট ভোগ করতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘নারী-শিশুসহ শত শত মানুষ হত্যা করা হচ্ছে। এই যে ৯ জন মানুষকে যারা হত্যা করেছে, গোয়েন্দা সংস্থার লোকদের বলে দিয়েছি, তাদের কেউ যদি বাংলাদশে ঢুকে থাকে—তাহলে তাদের যেন গ্রেফতার করা হয়। আমরা তাদের আশ্রয় দেব না।’

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশটির সরকারকে বলা হয়েছে। তারা কী পদক্ষেপ নেয়, সেটি দেখা হচ্ছে।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সেখানে মানুষ কষ্টে আছে। বিশ্ব নেতাদেরও এ বিষয়ে আরও সচেতন হতে হবে। কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী এক সাংবাদিকের প্রশ্ন ছিল, বিভিন্ন টক শোতে অনেকেই মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা দেখতে পান। আপনি পান কি না?

জবাবে শেখ হাসিনা বলেন, ‘এখন আর মধ্য নেই, মধ্য পার হয়ে গেছে। আমরা তিন বছর পার করছি। মধ্যবর্তী যদি বলেও থাকেন, সেটা পরবর্তীর বিষয়ে বলেছেন।’ তিনি আরও বলেন, ‘স্বপ্ন দেখা ভালো।’

হাঙ্গেরিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অভিজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ডেকেছিলেন। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগেও বিদেশ সফরের পর বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বিদেশ সফরের পাশাপাশি বিভিন্ন জাতীয় ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে