রবিবার, ০৪ ডিসেম্বর, ২০১৬, ০১:৫৪:৪৪

ঢাবি ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী অয়ন আটক

ঢাবি ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী অয়ন আটক

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে অয়ন কুমার দাস নামে এক ভর্তিচ্ছুকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার ‘ঘ’ ইউনিটের সাক্ষাৎকার দেওয়ার সময় জালিয়াতির বিষয়টি প্রমাণ হওয়ায় তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। এছাড়া একই অনুষদভুক্ত দুই ভর্তিচ্ছুর বিষয়েও তদন্ত করছে প্রশাসন।

সূত্রে জানা যায়, অয়ন ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছিল। গোপন সূত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন অয়নের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ পাওয়ায় পুনরায় পরীক্ষা নেয়। এতে সে বাংলা বিষয়ে মোট ৩০ নম্বরে পায় ৫, আগের পরীক্ষায় পেয়েছিল ২৭।

জালিয়াতি করে উত্তীর্ণ হওয়ার অভিযোগে আরও দুই শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। তারা হলেন, মেধা তালিকায় ৫ম হওয়া তাজরীন আহমেদ খান এবং ৭৮তম নূর মাহফুজা দৃষ্টি। নতুন করে বাংলা ও ইংরেজি বিষয়ে পরীক্ষা নেওয়া হয় এ দুই শিক্ষার্থীর। পরীক্ষায় তাজরীন বাংলা বিষয়ে ১৭টি প্রশ্নের উত্তর দেন। এর মধ্যে সঠিক হয় ৯টি এবং ভুল হয় ৮টি।

প্রাপ্ত নম্বর ৮ দশমিক ৪। মূল ভর্তি পরীক্ষায় তিনি পেয়েছিলেন ২৭ নম্বর। ইংরেজিতে ২৩টি প্রশ্নের উত্তর দেন তিনি। এতে সঠিক হয় ১৫টি ও ভুল হয় ৭টি। প্রাপ্ত নম্বর ১৫ দশমিক ৬। মূল পরীক্ষায় তার নম্বর ছিল ২৪। এ ছাড়া নূর মাহফুজা বাংলা বিষয়ে ৩০ এর মধ্যে পেয়েছেন ৬ দশমিক ৬ এবং ইংরেজি অংশে ৩০ এর মধ্যে ১১ দশমিক ৪ নম্বর।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, পুনরায় ভর্তি পরীক্ষায় উত্তর সন্তোষজনক না হওয়ায় একজন শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আর অপর দুই শিক্ষার্থীর বিষয়ে অধিকতর তদন্ত চলছে। সমকাল
৪ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে