জাতীয় ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘গুম বলে আমাদের কোনো কিছু জানা নেই। গুম বলে কোনো শব্দ নেই। আসলে গুম রয়েছেন বলে অভিযোগ হচ্ছে, তারা বিভিন্ন কারণে আত্মগোপনে রয়েছেন। আমরা অতীতে দেখছি তাদের অনেকেই ফিরে এসেছেন।’
রবিবার বেলা ১১ টার দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে আয়োজিত শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু বিষয়ক এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য বলেন।
রবিবার জাতীয় প্রেসক্লাবে নিখোঁজ ২০ ব্যক্তির পরিবার সংবাদ সম্মেলন করেন। তারা অভিযোগ করেন তাদের স্বজনদের গুম করা হয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা তাকে প্রশ্নটি করলে গুমের বিষয়টি অস্বীকার করে তিনি এ উত্তর দেন।।
৪ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর