রবিবার, ০৪ ডিসেম্বর, ২০১৬, ০৭:৪১:২৪

আপনি আমার চেয়ে ৬ গ্রাম এগিয়ে : রেলমন্ত্রী

আপনি আমার চেয়ে ৬ গ্রাম এগিয়ে : রেলমন্ত্রী

নিউজ ডেস্ক : অদক্ষ মন্ত্রীকে কেউ অর্থ দেয় না বলে সংসদে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলাম। এসময় প্রশ্নটি আক্রমণাত্মক হলেও জবাব দিতে গিয়ে রসিকতা করতে ছাড়লেন না রেলমন্ত্রী।

মাঈদুল ইসলাম এমপি রেলমন্ত্রী মুজিবুল হকের উদ্দেশে বলেন, ‘কুড়িগ্রামের চিলমারী থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর রেল চালুর বিষয়ে সংসদে একাধিকবার বলেছি। আপনি বারবার বলেছেন, অর্থপ্রাপ্তি সাপেক্ষে বাস্তবায়ন করা হবে। কিন্তু এটা বাস্তবায়ন করা হচ্ছে না। আসলে অদক্ষ মন্ত্রীকে কেউ অর্থ দেয় না।’

প্রশ্নটি আক্রমণাত্মক হলেও জবাব দিতে গিয়ে রসিকতার আশ্রয় নেন রেলমন্ত্রী। তিনি কুড়িগ্রাম-৩ আসনের এই সংসদ সদস্যের উদ্দেশে বলেন, ‘আপনি নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম থেকে আর আমি চৌদ্দগ্রাম থেকে। আপনি আমার চেয়ে ৬ গ্রাম এগিয়ে রয়েছেন।’ রবিবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে তিনি এই মন্তব্য করেন।

সাবেক মন্ত্রী মাঈদুল ইসলামের উদ্দেশে রেলমন্ত্রী বলেন, ‘আপনি আমাদের মহাজোটের সদস্য। আগে মন্ত্রী ছিলেন। আপনি গ্রামের দিক থেকেও এগিয়ে আর মন্ত্রীর দিক থেকেও পুরনো। তা আপনি যখন মন্ত্রী ছিলেন, তখন ওই রেলপথটি তো বাস্তবায়ন করতে পারতেন। আপনি সেটা কেন করেননি?’

৪ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে